কেটকে ভেট কিমের

কিছুদিন আগেই নিজের বোন কোলে ও কোর্টনির সঙ্গে নতুন কালেকশন লঞ্চ করেছেন কিম কার্দাশিয়ান। কিমের ইচ্ছা আমেরিকার মতোই ব্রিটেনেও জনপ্রিয় হোক তাঁর পোষাক। আর ব্রিটেনে কিমের পোষাক প্রোমোট করার জন্য রাজবধূর থেকে ভাল পছন্দ আর কেই বা হতে পারতেন।

kim kardashian

 

Also Check:

 

ফ্রিল্যান্সারদের ইনকাম করার সেরা ৫ টি ফ্রিল্যান্সিং সাইট

মাইক্রোসফট এক্সেল ৩৫টি অসাধারণ সর্টকাট কীবোর্ড কমান্ড

কোন ধরণের বাড়ি তৈরির জন্য কেমন বাজেট প্রয়োজন ?

Top 10 School In Bangladesh

সেই আশাতেই নিজেদের কারর্দাশিয়ান কালেকশন থেকে বেশ কিছু স্পেশ্যাল পোষাক কেটকে পাঠিয়ে দিয়েছেন কিম। কেট যদি বদান্যতা দেখিয়ে সেগুলো কোনও পাবলিক অনুষ্ঠানে পরেন তাহলেই ক্ষীর খাওয়ার স্বপ্ন দেখছেন কিম। সেইসব পোষাক উইলিয়াম পত্নীর মনপসন্দ হবে কি না বা আদপেও তিনি পরবেন কি না সেটা কেটই জানেন। তবে কিম কিন্তু কোনও কসরতই ছাড়ছেন না। দুদিন আগেই কেটের সঙ্গে লাঞ্চ করতে চান বলে তাঁকে পটাতেও শুরু করে দিয়েছেন। দেখা যাক কেটের সময় হয় কি না।

admin

Hello There, I Love To Know About Stars and I really love to share everything I got with all of you guys.let's enjoy together

Leave a Reply