দ্যা গ্রেড লিজেন্ডারি প্লেয়ার



শিরোনামঃ দ্যা গ্রেড লিজেন্ডারি প্লেয়ার
জিকোঃ
পুরো নাম: আর্থার আন্টুন কোইম্ব্রা ( সাদা পেলে হিসেবেও পরিচিত)
জন্ম: মার্চ ৩ , ১৯৫৩
জন্ম স্থান: রিও দে জনেইরো, ব্রাজিল।
তিনি বিশ্বের সেরা ড্রিব্লারের মধ্যে একজন। আশির দশকের সেরা খেলোয়াড় ছিলেন এবং ইতিহাসের greatest free kick specialist হিসেবে পরিচিত। সর্বকালের সেরাদের তালিকা তেও উনি আছেন।নান্দনিক ফুটবলার ছিলেন উনি।
গোল করতে খুব পারদর্শী ছিলেন।উনার স্কিল এবং ড্রিবলিং ছিলো চমৎকার।
উনার খেলার ধরন ছিলো পেলের মতো,তাই ব্রাজিলিয়ান রা উনাকে ভালোবেসে হোয়াইট পেলে(সাদা পেলে) হিসেবে ডাকতেন।
মাঠের মাঝে উনি এট্যাকিং মিড ফিল্ডার হিসেবে খেলতেন।

৫ ফুট সাড়ে ৭ ইঞ্চির এই প্লেয়ারকে পেলে পরবর্তী ব্রাজিলের সেরা প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়।তাকে নিয়ে পেলে বলেছিলেন,”Throughout the year one player come closest to me,is Zico.” অসাধারণ ফ্রিকিক টেকার,পাসিং ফুটবল,ওয়ান টু ওয়ান থেকে শুরু করে কাউন্টার এ্যাটাকে তিনি ছিলেন দক্ষ সৈনিক।১৯৯৯ সালে ফিফা আয়োজিত সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় তিনি ৮ম স্থান লাভ করেন।।১৯৮৩-৮৪ সালে তিনি Fifa World Player of The Year সম্মানে ভূষিত হন।

জাপানের ক্লাবের হয়ে খেলাকালীন জিকো এক দৃষ্টিনন্দন গোল করেন যা এখনো “স্কোরপিয়ন গোল” হিসেবে ফুটবল ভক্তদের হৃদয়ে স্থান লাভ করে আছে।
জাপানী ফুটবল সমর্থকরা তাকে ভালোবেসে “ফুটবল ঈশ্বর” উপাধি দিয়েছিলেন।।
ক্লাবের হয়ে অর্জনঃ
ক্লাব ক্যারিয়ারে ৬৯৮ ম্যাচে ৪৭৬ গোল করেছেন জিকো।
কখনো ইঞ্জুরি আবার কখনো দুর্ভাগ্যের কাছে হার মেনেছেন জিকো।সে কারনে বিশ্বকাপ আর জেতা হয়ে উঠেনি।
১৯৯৪ সালে প্রফেশনাল ফুটবলকে বিদায় জানান ব্রাজিলীয় এই গ্রেট।
ব্যক্তিগত অর্জনঃ
১৯৭৭,১৯৮১,১৯৮২ – সাউথ আমেরিকান প্লেয়ার অব দ্যা ইয়ার।
১৯৮১- ইন্টারকন্টিনেন্টাল কাপ বেস্ট প্লেয়ার
১৯৮২,১৯৮৩- ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্যা ইয়ার (world soccer magazine)
১৯৮৪- Chevron Award (best goal ratio)
১৯৮৪- সিরিয়া এ প্লেয়ার অব দ্যা ইয়ার।
১৯৯৯- FIFA 8th best player of the 20th century..
২০০৪- FIFA 100
২০০৬- গোল্ডেন ফুট লিজেন্ডস এ্যাওয়ার্ড।
এছাড়া ছোটবড় অনেক পুরষ্কার জিতেছেন ব্রাজিলীয় এই গ্রেট।।উল্লেখ্য, ১৯৯৫ এবং ১৯৯৬ সালে বিচ সকার চ্যাম্পিয়ন এবং সেরা প্লেয়ার তিনি নির্বাচিত হন।
বাকি সময় কোচের দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছেন এই লিজেন্ড ।তার কোচিং নৈপুন্যে জাপান ২০০৬ বিশ্বকাপে অংশগ্রহণ করে।

এই ফুটবল তারকা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক
ফুটবলে মোট ৯৪ টি ম্যাচ খেলেছেন এবং ৬৬টি গোল করেছেন।

উনার ক্যারিয়ারে সবচেয়ে বড় হতাশা হচ্ছে উনি মাঠের সেরা পারফর্মার হয়ে দলকে সেই মাহিন্দ্রক্ষন (বিশ্বকাপ) জিতাতে ব্যর্থ হয়ছেন।
এছাড়া উনি সকল দিক দিয়ে সফল হয়েছেন।
উনি কোচিং ক্যারিয়ারেও সফল।
এই লিজেন্ডারি ফুটবলারের বর্তমান বয়স ৬৭ বছর।
আশাকরি উনি আরোও অনেকদিন বেঁচে থাকবেন,এবং ফুটবলকে মুত্যুর আগ পযর্ন্ত দিয়ে যাবেন।
ফুটবলের এই লিজেন্ডের প্রতি রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা।

admin

Hello There, I Love To Know About Stars and I really love to share everything I got with all of you guys.let's enjoy together

3 Responses

  1. Anonymous says:

    Online casino – O-Bex | Mecca Spa – Zoha
    Welcome to Mecca Spa. 국내 온라인 카지노 We are located in 실시간 바카라 사이트 Mohegan 우리 카지노 주소 Sun at 온라인 호텔 카지노 Uncasville, Connecticut, United States, offering a fun and exciting 바카라 시스템 배팅 casino experience.

  2. Anonymous says:

    King Casino – Seattle Area – The Star-Seared
    King Casino in King is located in the 온 카지노 먹튀 beautiful downtown Seattle area. 메리트 카지노 the casino has been in operation dmaclearing.com since 1999 and 온 카지노 가입쿠폰 is located in 더킹 카지노 경찰 the beautiful

  3. bakirhaaland says:

    The Casino Directory | JtmHub
    The Casino Directory is a complete directory for casino and sportsbook operators in Ireland 출장안마 and Portugal. Jtm's novcasino comprehensive directory provides you 1xbet app with หารายได้เสริม more than 150

Leave a Reply