পূর্নিমা – যার বয়স কেবলই সংখ্যা
পূর্ণিমা
★★দিলারা হানিফ রিতা (পূর্ণিমা) ( জন্ম ১১ জুলাই ১৯৮১) হলেন একজন বাংলাদেশী জনপ্রিয় অভিনেত্রী। সবার কাছে তিনি পূর্ণিমা নামে পরিচিত। তার পৈতৃক বাড়ি চট্রগ্রামের ফটিকছড়িতে তার বেড়ে ওঠা ঢাকায়। তার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিলো ১৯৯৭ সালে (এ জীবন তোমার আমার) ছবির মাধ্যমে। তখন তিনি নবম শ্রেণীতে পড়তেন। ২০১০ সালে (ওরা আমাকে ভাল হতে দিল না) চলচ্চিত্রে অভিনয়ের জন্য #Best অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার লাভ করেন।
★★চিত্রনায়ক রিয়াজ তাঁর এই অপ্সরীকে গানে গানে ভালোবাসার আহবান জানান,মান্নার কাছে তিনি নাটোরের বনলতা সেন,জাহিদ হাসান তাকে লাল নীল বেগুনী ভালোবাসার রঙে ভরিয়ে রাখেন।ফেরদৌসের কাছে তিনি মিষ্টি মেয়ে,শাকিব খান তাঁর জন্য ভালোবাসার লাল গোলাপ উপহার নিয়ে আসেন।কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন আফসোস করেন,কেন তিনি পূর্ণিমার নায়ক হলেন না!
Check This: 55 Hot Bhojpuri Actress name list with photo 2022
★★নব্বইয়ের শেষ ভাগ,বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে এক স্বপ্ন সুন্দরীর,যার মোহিনী হাসিতে আলোকিত হয় এই ভূবন,বহু তরুন যার রুপে মুগ্ধ হয়ে নির্ঘুম রাত কাটিয়ে ফেলেন,অভিনয়ে তিনি সুভাষিণী।মেঘের পরে মেঘে অনেক বেলা গড়িয়ে গেলেও তিনি আজো অনন্যা। তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সুন্দরী নায়িকা পূর্ণিমা।এখনো লাখো তরুনের নয়নমণি যাকে ইংলিশে বলা হয় ক্রাস।এভাবেই রুপ লাভন্যে ভরপুর থাকুক উনার বাকি জিবন।উনার বয়স বাড়লে ও চেহারার মাঝে এখনো তা বুজার কোন উপায় নেয়।
:
★অভিনয় জগতে প্রবেশ শিশু শিল্পী হিসেবে,এরপর সালাউদ্দিন লাভলুর নির্দেশনায় বিজ্ঞাপন চিত্রে মডেলিং করে নজরে পড়েন পরিচালকদের।নায়িকা হিসেবে আবির্ভাব ঘটার কথা ছিল শহিদুল ইসলাম খোকনের ভন্ড সিনেমা দিয়ে,সেই সিনেমা ফিরিয়ে দিয়ে জাকির হোসেন রাজুর ‘এই জীবন তোমার আমার’ দিয়ে নায়িকা হিসেবে প্রথম দর্শকদের সামনে আসেন।প্রথম ছবিতেই কাজ করেন কিংবদন্তী ফারুক,ববিতাদের সঙ্গে,নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের প্রতিশ্রুতিশীল নায়ক রিয়াজকে।দারুন আয়োজন,প্রচারনা সত্ত্বেও ছবিটা সেই নিজের ফিরিয়ে দেয়া ছবির সাথে যুদ্ধ করে হেরে যায়।প্রথম ছবি বাণিজ্যিক সফল হলো না,কিন্তু নায়িকা হিসেবে ঠিকই আলো ছড়িয়েছিলেন।এরপর একে একে করতে থাকেন মধু পূর্ণিমা,সন্তান যখন শত্রু,প্রেমের নাম বেদনা,যোদ্ধা,সুলতান,তুমি যে আমার,মেঘলা আকাশ,নায়কের মত আলোচিত সিনেমা।নি:শ্বাসে তুমি বিশ্বাসে তুমি ও স্বামী স্ত্রীর যুদ্ধতে মহাতারকাদের সাথে অভিনয় করেও নিজেকে ঠিকই প্রতিষ্ঠা করাতে পেরেছিলেন।
★ পূর্নিমা নিজেকে পুরোপুরি নিজেকে মিলে ধরেন মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে। যেন সেই আলো টা ছড়িয়ে পড়লো সারা মহলে ।দারুন ব্যবসা করলো এই ভালোবাসার ছবিটি।পূর্ণিমার সেই আলো পরিপূর্ণতা পেলো এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ দিয়ে।এই ছবি দুটি শ্রুতিমধুর গানের কল্যানে বাংলা সিনেমার গান আবার প্রবেশ করলো মধ্যবিত্তদের অন্দরমহলে।দর্শকদের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’য় নায়ক রিয়াজের সঙ্গে বাঁধা জুটিটা পরিনত হলো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি। একুশ শতকে সিনেমা বিবেচনা করলে নিসন্দেহে এই দুটি সিনেমা চলে আসবে টপ লিস্টে।
এছাড়া টাকা,বাধা,সাথী তুমি কার,মনের সাথে যুদ্ধ,কে আমি,পিতা মাতার আমানত,মাটির ঠিকানা দিয়ে শুধু বাণিজ্যিক ছবির জনপ্রিয় নায়িকা হিসেবে নয়,বাংলা চলচ্চিত্রে রবি ঠাকুরের প্রথম নায়িকা তিনি।চাষী নজরুল ইসলামের ‘শাস্তি’তে দেখা মিলল এই এক অন্য পূর্ণিমা।বিমোহিত করা দর্শকদের আরো উপহার দিলেন মেঘের পরে মেঘ,সুভা,রাক্ষুসীর মত প্রশংসিত চলচ্চিত্র।কিন্তু জাতীয় পুরস্কার অধরাই থেকে যায়,অবশেষে কাজী হায়াতের ‘ ওরা আমাকে ভালো হতে দিলো না’তে অনবদ্য অভিনয়ে অর্জন করে নেন আকাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার।
★★মডেলিং ও টিভি নাটকেও নিজের প্রতিভার প্রমান রেখেছেন,দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ তেও নিজেকে মেলে ধরেছেন বহুবার,উপস্থাপনায় ও নিজেকে করেছেন আলোচিত।নিজের সেন্স অব হিউমারের জন্য বেশ প্রশংসিত,অধুনা মিমিক্রির হয়েছেন অনন্য।মুক্তির অপেক্ষায় ছায়াছবির মত অধীর অপেক্ষমান ছবি।
সেই সময়ের মহাতারকার ঘাড়ে নি:শ্বাস ফেলে অর্জন করে নিয়েছিলেন তিনটি মেরিল প্রথম আলো পুরস্কার।চলচ্চিত্র তারকা হয়েও মনোনয়ন পেয়েছিলেন নাটক ও মডেলিং জগতে,যেটা নায়িকাদের মধ্যে শুধুমাত্র তিনিই পেয়েছেন।বাচসাস পুরস্কার ও অর্জন করেন।
★★ব্যক্তিজীবনে ২০০৭ সালে ঘর বেঁধেছেন চট্টগ্রামের ছেলে ফাহাদ কে,সংসারে রয়েছে একটি কন্যা সন্তান।
এরপরই উনি ধীরে ধীরে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।আমরা প্রত্যাশা করি অপরুপ সুন্দরের অধিকারী এই নায়িকা আবার নিয়মিত হবেন অভিনয় জগতে।
★★ গত দুদিন আগে উনার ৩৯ তম জন্মদিন গিয়েছে,
আগামী ভবিষ্যতে র জন্যে অনেক শুভকামনা রইলো।
উনার রুপ ও লাবন্য ভরপুর হয়ে উঠুক আরো,উনার মুগ্ধতা ছড়িয়ে পরুক প্রতিটি মহলে।
লেখকঃ শামিমুর হোসেন শামিম
Why we make money from your bet slip – Work Tomake Money
Why we make 1xbet money from apr casino your bet slip · 1. 카지노 룰렛 Avoid paying the bookies with the lowest payouts · 2. Avoid งานออนไลน์ paying the bookies with the lowest 캔디카지노 payouts · 3.
Play Online Casino | AMIHOG
Play casino online 포커 족보 for real money! bet365 casino is powered 온라인 카지노 주소 by a combination 제왕 카지노 지급 정지 of Microgaming and Evolution. Play Now! 메리트카지노총판 Play now! Online Casino.
Top 10 Casino Apps – Casinoworld
In this section we'll walk you through our 바카라 사이트 selection of top casino apps, and hopefully septcasino.com you'll find plenty of useful information on the top How do 바카라사이트 you use PayPal?Are there 토토 사이트 any https://septcasino.com/review/merit-casino/ deposit bonuses at your casino?
casino games【Malaysia】tournaments & betting tips
casino games【Malaysia】tournaments & betting 솔카지노 tips. febcasino 【WG98.vip】⚡,casino https://shootercasino.com/merit-casino/ games,baccarat,jackpot tables,vegas betting,dubris slot 출장안마 machine.
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account
it. Look advanced to more added agreeable from you!
However, how could we communicate?
May I Know The Reason For Communication?
Hurrah, that’s what I was seeking for, what a stuff!
present here at this weblog, thanks admin of this website.