মাহমুদউল্লাহ দ্যা সাইলেন্ট কিলার
মাহমুদল্লাহ রিয়াদঃ ( জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৮৬) একজন
বাংলাদেশী ক্রিকেটার । উনার জন্মস্থান ময়মনসিংহে। ব্রক্ষপুত্র নদীরপাড়ের সার্কিট হাউজ মাঠেই উনার ক্রিকেটের হাতেখড়ি হয়ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য তিনি। রিয়াদ অল-রাউন্ডার , কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। তিনি বাঙ্গালি র কাছে দ্যা সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত।তিনি ক্রাইসিস ম্যান হিসেবে দলে মুখ্য ভূমিকা পালন করে আসছেন।দলের ক্রান্তিলগ্নে মুহুর্তে সব সময় দলের হাল ধরে আমাদের কে কাঙ্ক্ষিত জয় উপহার দিয়ে আসছেন।
বর্তমানে তিনি টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব পালন করছেন। এছাড়া ওয়ান ডে এবং টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন তিনি।
বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।
এছাড়া চ্যাম্পিয়ন ট্রফি তে দলের বিপদের সময় দারুন এক সেঞ্চুরি করে দলকে সেমিফাইনালে তুলেছেন।
খেলোয়াড়ী জীবন:
তিনি ২০০৭ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলে ডাক পান। ঐ সফরের তৃতীয় ওডিআই ম্যাচে তার অভিষেক হয়। এছাড়া তাকে ২০০৭ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চার-জাতি সিরিজ এবং
২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় বাংলাদেশ স্কোয়াডের জন্য তাকে দলে নেয়া হয়।
৯ জুলাই, ২০০৯ তারিখে আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে। খেলায় তিনি একে-একে টিএম ডাউলিন , এফএল রেইফার , সিএকে ওয়ালটন, আরএ অস্টিন ও কেমার রোচকে আউট করে কৃতিত্ব দেখান। এরফলে তিনি তৃতীয় বাংলাদেশী বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট লাভ করেন। তার ঐ ক্রীড়ানৈপুণ্যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলায় জয়লাভ করে।
১৫ জুন, ২০১৪ তারিখে সফরকারী
ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ১ম
একদিনের আন্তর্জাতিকে মাহমুদুল্লাহ তার শততম ওডিআইয়ে অংশগ্রহণ করেন। এরফলে তিনি ১০ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ মর্যাদায় অভিষিক্ত হন। কিন্তু ঐ খেলায় তার দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় ৬৯ ও বোলিং গড় ১৯৮ যা যে-কোন দলের বিপক্ষে অংশগ্রহণকৃত একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন।
৪ জুন ভারত দলের বাংলাদেশ সফরের প্রাক্কালে অনুশীলন চলাকালীন আঙ্গুলে ব্যথা পাওয়ায় সিরিজের বাইরে থাকেন তিনি।
Read This: Mia Malkova Biography
ক্রিকেট বিশ্বকাপ
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে
বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ, ২০১৫ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ৪র্থ খেলায়
তামিম ইকবালের সাথে ১৩৯ রানে জুটি গড়েন। পরবর্তীতে সাকিব,
মুশফিকের অনন্য নৈপুণ্যে ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। এরফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়।
৯ মার্চ, ২০১৫ তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন। এরফলে, বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন।১০৩ রানের তার এ ইনিংসে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৩৮ বল স্থায়ী ছিল। কিন্তু
ক্রিস উকসের হাতে রান-আউটের শিকারে পরিণত হন। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের যে-কোন উইকেটে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ১৪১ রানের সর্বোচ্চ জুটি গড়েন। এছাড়াও একদিনের আন্তর্জাতিকে
ইংল্যান্ডের বিপক্ষে তাদের মধ্যকার এ জুটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগতভাবে সর্বোচ্চ রান তোলে। পরবর্তীতে
রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে (৪/৫৩) বাংলাদেশ ১৫ রানের ব্যবধানে জয়ী হওয়াসহ
কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের
পুরস্কার লাভ করেন। ১৩ মার্চ
সেডন পার্কে গ্রুপ পর্বে দলের সর্বশেষ খেলায় নিউজিল্যান্ডের সাথে ১২৮* রান করে অপরাজিত থাকেন ও নিজস্ব দ্বিতীয় শতরান করেন। এ খেলায় তিনি বিশ্বকাপে ধারাবাহিকভাবে দুই খেলায় শতক হাঁকানোর গৌরব অর্জন করেন, যা এর আগে কোন বাংলাদেশী খোলোয়াড় করতে পারেননি।কিন্তু তুমুল উত্তেজনাপূর্ণ ঐ খেলায় বাংলাদেশ দল ৩ উইকেটে পরাজিত হয়।
আন্তর্জাতিক শতকসমূহ
একদিনের আন্তর্জাতিক শতক
মাহমুদুল্লার একদিনের আন্তর্জাতিক শতক
রান ম্যাচ প্রতিপক্ষ শহর/দেশ মাঠ বছর ফলাফল
১/ ১০৩ (১১৪) ইংল্যান্ড অ্যাডিলেড,
অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল ২০১৫ জয়
[২] ১২৮* (১১৫) নিউজিল্যান্ড হ্যামিল্টন,
নিউজিল্যান্ড সেডন পার্ক ২০১৫ পরাজয়
[৩] ১০২* (১০৭) নিউজিল্যান্ড কার্ডিফ,
ওয়েল্স্ সোফিয়া গার্ডেনস ২০১৭ জয়
পুরস্কার
একদিনের আন্তর্জাতিকে ম্যাচ সেরা পুরস্কার
ক্রমিক প্রতিপক্ষ শহর/দেশ মাঠ তারিখ খেলায় অবদান
১ ইংল্যান্ড অ্যাডিলেড ,
অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল,
এডিলেড ৯ মার্চ ২০১৫ ১০৩* (১৩১ বল);।
ক্যারিয়ার
*৩ নভেম্বর পযর্ন্ত তিনি ৩৯ টেস্ট খেলে ২০৮০ রানের পাশাপাশি ৪০ উইকেট পেয়েছেন।
* ১৫৯ ওয়ান ডে তে ৩৪৯০ রান এবং ৭০ উইকেট পেয়েছেন।
* আর ৭৩ টি টুয়েন্টি খেলে ১১৮৫ রান এর পাশাপাশি ২৬ উইকেট পেয়েছেন।
ব্যক্তিগত জীবন
২৫ জুন ২০১১ তারিখে মাহমুদুল্লাহ জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন। ২০১২, ৩ জুন তিনি পুত্র সন্তানের পিতা হন।
কোটি কোটি মানুষের প্রিয় ব্যক্তি মাহমুদউল্লাহ রিয়াদ। উনার জন্যে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। আমরা দেশ বাসী আশাবাদী উনি ভবিষ্যতে ও দেশের জন্যে মঙ্গল বয়ে আনবেন,দেশের সুনাম বৃদ্ধি করবেন।
সবশেষে দোআ করি উনার পরিবার এবং ক্রিকেটে অনেক সফলতায় আসুক।
লিখেছেন👉 শামিমুর হোসেন শামিম
Also Check:
- What is the Substation?
- TOP 100 SCHOOLS IN BANGLADESH IN 2022
- Microsoft Excel Basic Functions
- CPA Marketing
- How to Fix Account warning on TikTok?
- 20 Best All-Inclusive, Adult-Only Resorts in the World
- 7 Top Economics Magazines, Publications & Journals in 2022
Check Us on Social Media: Facebook, Twitter, Instagram, Pinterest, Linkedin
The King Casino: A Review of A Good Casino
An casinosites.one overview of the The King Casino, http://www.ambienshoppie.com the best online https://www.communitykhabar.com casino gri-go.com of the 2020, casino https://septcasino.com/review/merit-casino/ game list. Learn about bonuses and games and more