৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মিনি’ আর ‘কলকাতার হ্যারি’

৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'মিনি' আর 'কলকাতার হ্যারি'

৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মিনি’ (Mini) আর ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry)। ছা-পোষা ‘হরিনাথ পাত্র’ থেকে সোহম এবার জাদুকর ‘কলকাতার হ্যারি’। আনন্দবাজারকে এ বিষয়ে সোহম বলেছেন, “কলকাতার হ্যারি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমরা বাচ্চাদের রুপকথার জগতে নিয়ে গিয়েছি। কোথাও সে আবার কড়া বাস্তবের মুখোমুখি হয়েছে, ধাক্কা খেয়ে পড়েছে। এভাবেই গল্পটা এগিয়েছে। দর্শকদের বলব, পুজোর তো চারটে দিন থাকে। আমরা পরিকল্পনা করি একদিন উত্তর কলকাতার ঠাকুর দেখব, অন্যদিক দক্ষিণ কলকাতা… তেমন করেই আপনারা শুক্রবার ‘কলকাতার হ্যারি’ দেখুন, শনিবার ‘মিনি’। ছবিগুলোও ভাগ করে নিন, অসুবিধা কী!”

Also Check: disha patani: Disha Patani Dress: ক্যামেরার সামনে বোল্ড লুকে দিশা

সোহমের দাবি, তিনি জাদু দেখাতে শিখেছেন। গল্প বলতে শিখেছেন। এমনকি নিজের গলায় এই প্রথম গানও গেয়েছেন। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে। বহু দিন পরে রূপকথার গল্প শুনে নড়ে বসেছিলেন পরিচালক রাজদীপ ঘোষ। মনে হয়েছিল, অনেক দিন বাংলা ছবিতে রূপকথা নেই। এই কৃতিত্ব তিনি কাহিনি-চিত্রনাট্যকার-সংলাপ লিখিয়ে রোহিত, সৌম্যকেই দিয়েছেন। গল্প পছন্দ হতেই তিনি সোহমের কাছে।

রাজদীপের কথায়, ‘‘খুব ভেঙে পড়েছিলাম। একই সঙ্গে জেদও বেড়েছিল। ২০২১-এ শ্যুট শুরু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দীপঙ্কর দে, অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়, প্রেমেন্দুবিকাশ চাকী, অরিন্দম গঙ্গোপাধ্যায়, লাবণি সরকার, সুদীপা বসু, বাসন্তী চট্টোপাধ্যায়কে বলতেই সবাই এক কথায় রাজি। রূপকথায় অভিনয় করবেন বলে।’’

admin

Hello There, I Love To Know About Stars and I really love to share everything I got with all of you guys.let's enjoy together

Leave a Reply