মেসি! এক ফুটবল জাদুকরের উপাখ্যান

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মেসি তা সবাই একবাক্যে মেনে নেবে।দুর্লভ হীরা যেমন সকলের কাছে অমূল্য তেমনই এ ফুটবল জাদুকর সকল ফুটবল প্রেমীদের কাছেও অমূল্য।
চলুন জেনা নেয়া যাক তার আদ্যোপান্ত।

শৈশব :
মেসি আর্জেন্টিনার রোজারিও তে২৪ জুন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসি সেখানকার এক ইস্পাতের কারখানায় কাজ করতেন।তাঁর মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ছিলেন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী।
মেসির বড় দুই ভাই ও এক বোনও রয়েছে। বড় দুই ভাই এর নাম রদ্রিগো ও মাতিয়াস।বোনের নাম মারিয়া সল।
মেসির বয়স যখন পাঁচ তখন তিনি স্থানীয় ফুটবল ক্লাব গ্রান্দোলির হয়ে খেলা শুরু করেন।এ ই ক্লাবের কোচ ছিলেন আবার তাঁর বাবা হোর্হে।

কৈশর:
১৯৯৫ সালে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিওয়েলস্ ওল্ড বয়েজ এ যোগ দেন।সেসময় তিনি স্থানীয় যুব পরাশক্তির অংশ হয়ে পড়েন।যারা পরবর্তী চার বছর একটি মাত্র খেলা ছাড়া সকল খেলায় জয়ী হয়েছিল,এবং এই দল “দ্যা মেশিনস্ অব ৮৭” নামে পরিচিত হয়েছিল।
১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা দেখা দেয়।স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি আগ্রহ দেখালেও সেসময় তারা তাঁর চিকিৎসার খরচ বহনে সক্ষম ছিল না।
তাঁর চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ হত ৯০০ মার্কিন ডলার।
তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায় তখন যখন সেসময়ের ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস তাঁর খেলা দেখে মুগ্ধ হন।হাতের কাছে কোন কাগজ না পেয়ে ন্যপকিন পেপারে মেসির বাবার সাথে চুক্তি করেন।
বার্সেলোনা মেসির সমস্ত খরচ বহন করতে সম্মত হয়।এরপর মেসি ও তাঁর বাবা বার্সেলোনায় পাড়ি জমান।মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ার সদস্য করে নেয়া হয়।

সংসার:
২০০৮ সাল থেকে মেসি তাঁর প্রেমিকা আন্তনেলা রেকুজ্জোর সাথে থাকতে শুরু করেন। মেসি আন্তনেলার গর্ভে দুই পুত্রসন্তান জন্ম দেন। ২ নভেম্বর ২০১২ সালে প্রথম আর ২০১৫ সালে ১১ সেপ্টেম্বর দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হয়।
কর্মময় জীবন :
মেসি ২০০০-২০০৩ পর্যন্ত যুব একাডেমির ইনফান্তেল বি এবং কাদেতে এ দলে খেলেন।সেখানে তিনি ৩০-৩৭ টি গোল করেন।
২০০৩ সালে ক্লাবের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাঁকে ক্লাব থেকে প্রায় ছেড়েই দেয়া হয়েছিল, পলে ক্লাবের জোরাজুরিতে তাঁকে রাখা হয়।
২০০৩-৪ সালে মেসি পাঁচটি দলের হয়ে খেলেন,যা ছিল একটি রেকর্ড। তিনি হুভেনিল বি দলে খেলে ১ টি গোল করেন এবং পরে এ দলে সুযোগ পেয়ে যান।সেখানে তাঁর ১৪ খেলায় ২১ টি গোল করেন। ২০০৩ সালে ২৯ নভেম্বর বার্সেলোনা সি এবং ২০০৪ সালে ৬ মার্চ বার্সেলোনা বি দলে অভিষেক হয়।ঐ মৌসুমে তিনি দুই দলের হয়ে খেলেন এবং সি দলে ১০খেলায় ৫ গোল এবং বি দলে ৫ খেলায় গোলশূন্য থাকেন।
তাঁর জাতীয় দলে অভিষেক হয় ২০০৩ সালের ১৬ ডিসেম্বরে পোর্তোর বিপক্ষে।
২০০৪ সালে ১৬ অক্টোবর এম্পনিওলের বিপক্ষে বার্সেলোনার তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মেসির অভিষেক হয়।
২০০৫ সালে ১মে আলবাসেতে বালোম্পাইয়ের বিপক্ষে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড করেন।
২০০৫-৬ মৌসুমে মেসি:
১৬ সেপ্টেম্বর তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মত বার্সেলোনা মেসির সাথে চুক্তি নবায়ন করে। তাঁর পারিশ্রমিক বাড়ানো হয় এবং ২০১৪ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর মেসিকে স্পেনের নাগরিকত্ব দেয়া হয়।।সেসময় তিনি লা লিগায় খেলার সুযোগ পেয়ে যান। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম খেলায় যখন তিনি মাঠে নামেন তখন ন্যু ক্যাম্প এর দর্শকগণ দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
মেসি লা লিগায় ১৬ খেলায় ৬ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগা ৬খেলায় ১ গোল করেন।দ্বিতীয় লেগের দ্বিতীয় খেলায় তাঁর ডান উরুর পেশি ছিঁড়ে যায়।ফলে সেসময় তাঁকে মৌসুমের ইতি টানতে হয়।

তাঁর অর্জন:
#মেসি পরপর ৬বার ব্যালন ডি অর পুরষ্কার জিতেছেন।
#ছয়বার ইউরোপীয় গোল্ডেন সু জিতেছেন।
#পুরে পেশাদার জীবনে এ পর্যন্ত ৩২ টি শিরোপা জিতেছেন।
#লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁর দখলে(৪০৮ টি)
#লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০টি)
#ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল(৭৩ টি)
#এক পঞ্জিকা বর্ষপ সর্বোচ্চ গোল (৯১ টি)
#এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল(২৬ টি)
#চ্যাম্পিয়ন্স লিগে সর্বেচ্চ হ্যাট্রিক (৮টি)
#লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের সহায়তাকারী (১৬৩ টি)কোপা আমেরিকা(১১টি)
#জাতীয় দল ও ক্লাবের হয়ে এ পর্যন্ত ৬০০ গোল করেছেন।
২০০৯ এ উয়েফা সুপার কাপ জেতার পর বার্সেলোনা ম্যানেজার পেপ গার্দিওল মন্তব্য করেন “মেসি সম্ভবত আমার দেখা সেরা খেলোয়াড়। ”

মেসি তাঁর খেলার জাদুতে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর কথা শিশু থেকে বৃদ্ধ তথা আপামর জনগণের কাছে সবসময় শোনা যাবে যেন তিনি ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি।

লিখেছেনঃ অনি

Also Read:BiBi Jones Biography

 

Also Check: 

  1. What is the Substation?
  2. TOP 100 SCHOOLS IN BANGLADESH IN 2022
  3. Microsoft Excel Basic Functions 
  4. CPA Marketing
  5. How to Fix Account warning on TikTok?
  6. 20 Best All-Inclusive, Adult-Only Resorts in the World
  7. 7 Top Economics Magazines, Publications & Journals in 2022

Check Us on Social Media: FacebookTwitterInstagramPinterestLinkedin

admin

Hello There, I Love To Know About Stars and I really love to share everything I got with all of you guys.let's enjoy together

2 Responses

  1. salomonabelson says:

    Best online casino 2021【TOP100 casinos】 – Online
    Read 골인 벳 먹튀 our comprehensive review of the best online casinos to 리턴 벳 play online casino games. Our reviews cover only 파라다이스 카지노 the 카지노 가입 쿠폰 3 만 top gambling sites, 모바일 카지노 which you can play at.

  2. naldogabler says:

    Gambling & slots casino games – Online Casinos
    You will find more 바카라총판 online casino games on the horizon, thanks to the likes of Realtime Gaming, 12bet the 바카라승률 renowned UK 꽁머니 토토 Casino Software company, Min. 메종프란시스커정바카라루쥬오드퍼퓸 deposit: £10Slots/Games: 711

Leave a Reply