Ira Khan: উদ্বেগের শিকার ইরা? পোস্ট করে জানিয়েছেন আমির কন্যা

Ira Khan: উদ্বেগের শিকার ইরা? পোস্ট করে জানিয়েছেন আমির কন্যা

Ira Khan: উদ্বেগের শিকার ইরা? পোস্ট করে জানিয়েছেন আমির কন্যা

বেশ কিছুদিন আগেই বাবা আমির খানের (Aamir Khan) সঙ্গেই একটি পোস্ট শেয়ার করেন কন্যা ইরা (Ira Khan)। তাতে জড়িয়ে ছিল মিষ্টি মুহূর্ত, আবেগ এবং ভালবাসা। তবে আজকের বিষয়টি যেন সম্পূর্ন আলাদা। বছর কয়েক আগে একই রকম মানসিক সমস্যায় ভুগতেন আমির খানের কন্যা ইরা খান। অনেক কষ্টে নিজেকে সেই অন্ধকার থেকে টেনে বের করেছিলেন তিনি। আবার একই জায়গায় ফিরে গেলেন ইরা। আতঙ্কে কাটছে সারা রাত। ঘুম আসছে না তাঁর। দম আটকে আসছে বারবার।

Also Check: Nawazuddin Siddique: “ভালো ব্যবসা করলে প্রাপ্যর থেকেও বেশি প্রশংসা জোটে”, ‘আরআরআর’, ‘কেজিএফ’ নিয়ে বিতর্কিত মন্তব্য নওয়াজউদ্দিন সিদ্দিকির

উদ্বেগের শিকার ইরা? মানসিকভাবে এর আগেও ভেঙে পড়েছেন অনেকবার! এবারেও নিজেই জানালেন সম্পূর্ন ঘটনা। ইরার লেখে, “প্যানিক এবং প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগের বারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে। বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।”

Check This: Radhe Shyam Movie Review

সঙ্গে ইরার কাতর আর্তি, ‘আমি ঘুমোতে চাই!’ মানসিক স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন ইরা। সচেতনতার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগৎসু ফাউন্ডেশন’ তৈরি করেছেন তিনি।

admin

Hello There, I Love To Know About Stars and I really love to share everything I got with all of you guys.let's enjoy together

Leave a Reply